Tuesday, May 13, 2014

কাজলা দিদি -( যতীন্দ্রমোহন বাগচী)

কাজলা দিদি    
                    -( যতীন্দ্রমোহন বাগচী)

বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, 
মাগো আমার শোলক-বলা কাজলা দিদি কই? 
পুকুর ধারে লেবুর তলে থোকায় থোকায় জোনাক জ্বলে 
ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগে রই- 
মাগো আমার কোলের কাছে কাজলা দিদি কই? 
সেদিন হতে কেন মা আর

স্পর্শমণি ( - রবীন্দ্রনাথ ঠাকুর )

স্পর্শমণি

                - রবীন্দ্রনাথ ঠাকুর

নদীতীরে বৃন্দাবনে সনাতন একমনে 
              জপিছেন নাম, 
হেনকালে দীনবেশে ব্রাহ্মণ চরণে এসে 
              করিল প্রণাম। 
শুধালেন সনাতন, "কোথা হতে আগমন, 
              কী নাম ঠাকুর?' 
বিপ্র কহে, "কিবা কব, পেয়েছি দর্শন তব 
              ভ্রমি বহুদূর। 
জীবন আমার নাম, মানকরে

১৪০০ সাল ( - রবীন্দ্রনাথ ঠাকুর )


১৪০০ সাল

                            - রবীন্দ্রনাথ ঠাকুর

   আজি হতে শতবর্ষ পরে 
কে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি 
      কৌতূহলভরে-- 
   আজি হতে শতবর্ষ পরে। 
আজি নববসন্তের প্রভাতের আনন্দের 
      লেশমাত্র ভাগ-- 
আজিকার কোনো ফুল, বিহঙ্গের কোনো গান, 
   আজিকার কোনো রক্তরাগ 
অনুরাগে সিক্ত করি পারিব কি পাঠাইতে 
      তোমাদের করে